4:18 pm , July 30, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যাপক শাহ আজিজ খোকন।
প্রায় দুই ঘন্টাব্যাপী চলমান এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে ছাত্র-পেশাজীবী-গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় সহস্রাধিক স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানান ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের বিভাগীয় সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী। তিনি বলেন, আমরা একই সাথে গ্যাসভিত্তিক শিল্পায়নের অংশ হিসেবে ইপিজেড স্থাপন ও বরিশাল বিসিককে স্বয়ং সম্পূর্ণ করার আহ্বান জানিয়ে আসছি সরকারের কাছে।
মনীষা আরো বলেন, আমরা জানি শুধু বাসা বাড়িতে গ্যাস সংযোগ পর্যাপ্ত নয়, এটা ব্যয়বহুল হবে। কিন্তু গ্যাস আসাটই প্রধান লক্ষ্য। ভোলা থেকে পাইপ লাইনে গ্যাস চলে আসলে আমাদের বিশ্বাস শিল্পায়নের উদ্যোগ আপনাআপনি বৃদ্ধি পাবে। এখন যারা ঢাকা কেন্দ্রীক চিন্তাভাবনা করছেন, গ্যাস আসামাত্র তারা বরিশাল কেন্দ্রীক শিল্পায়নে আগ্রহী হবেন বলে জানান মনীষা। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম বলেন, যারা বলছেন – শুধু গ্যাস এসে লাভ কি? বাসাবাড়ি দিয়ে কি গ্যাসের খরচ আসবে? তারা ভুলে গেছেন, আগে শুরুটা হতে হবে যেকোনো উপায়ে। গ্যাস চলে আসলে শিল্পোৎপাদনে আগ্রহ বেড়ে যাবে। বিদেশে এমন অনেক বিনিয়োগকারী আছেন, যারা গ্যাস সংযোগ স্থাপনের অপেক্ষায় দিন গুনছেন বলে জানান কমিউনিস্ট পার্টির এই নেতা।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক এনায়েত হোসেন শিবলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জে.আর মুকুল । বক্তারা আগস্ট মাসজুড়ে বরিশালের ৬টি জেলায় লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে জনগনকে সংঘবদ্ধ করে আরও কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবার ঘোষণা দেন।