4:18 pm , July 30, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করে মঞ্চ মাতালেন কবি মোস্তফা কামাল ও ইয়াছিন মোল্লা। বরিশাল সাহিত্য সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক কবি জিল্লুর রহমান জিল্লু এর চমৎকার উপস্থাপনায় অসাধারণ আবৃত্তি উপহার দিলেন কবি সাংবাদিক সুমন বেপারি। আর খালি গলায় গান গেয়ে হাততালি কুড়ালেন কবি তরুণ চক্রবর্তী। এভাবেই কবিতা, গান ও আলোচনা নিয়ে দিনব্যাপী সাহিত্য আড্ডায় প্রানবন্ত উপস্থিতি ছিলো দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবি ও লেখকদের। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে জমে উঠেছিল এই সাহিত্য আড্ডা। যার সমাবেশ ঘটিয়েছেন দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহিন ভূঁইয়া। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে আগত কবি, সাংবাদিক ও চিত্র শিল্পী সুমন বেপারি বলেন, একটা অসাধ্য সাধন করেছেন শাহিন ভূঁইয়া। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের ব্যানারে তিনি বরিশালের ছয় জেলার কবি সাহিত্যিকদের একমঞ্চে এনে বসিয়েছেন। তিনি আরো বলেন, এখানে বিভাগীয় শহর বরিশালের উল্লেখযোগ্য সবাই যেমন আছেন, তেমনি আছেন পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও ঝালকাঠির কবি সাহিত্যিক।
আড্ডার একটি মাত্র ব্যানার। যে ব্যানারে লেখা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ অভিষেক অনুষ্ঠান-২০২৩। সময় তারিখ ও স্থান। কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথির নাম ব্যানারে নেই। অনানুষ্ঠানিকভাবে এই আয়োজনের সভাপতি স্বনামধন্য কবি মুস্তফা হাবিব এর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু। প্রধান অতিথি বরিশালের খ্যাতনামা সাহিত্যিক জাতীয় কবিতা পরিষদ বরিশালের সভাপতি অধ্যাপক তপংকর চক্রবর্তী, বিশেষ অতিথি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সাহিত্যিক নজমুল হোসেন আকাশ, প্রগতি লেখক সংঘ বরিশালের সভাপতি অপূর্ব গৌতম, সরকারি বরগুনা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ হালদার, বরিশালের বানারীপাড়ার কবি মোয়াজ্জেম হোসেন মানিক, মঠবাড়িয়া থেকে কবি আবুল কালাম আজাদ, ইয়াছিন মোল্লা, কবি বিজন বেপারি, কবি পান্ডে অনিতা, আদুল বাসার মৃধা, জীবন চন্দ বিশ্বাস, রতন কুমার চট্টোপাধ্যায়,
ঝরনা দাস, মো: মহসিন খান, মহাদেব বসু, মোঃ সুজন হাওলাদার জাকির, মাহমুদা খানম, কোহিনূর বেগম, রীতা বেপারি, মায়াবি কাজল, নন্দ দুলাল রায়, আবুল কালাম আজাদ, মোস্তফা কামাল এবং সর্বশেষ উপস্থিত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ সহ আরো অনেকে।
এ সময় কবিদের একজন মায়াবী কাজল তার কবিতা পাঠ শেষে বলেন, এই প্রথম আমি ব্যানারে কোনো অতিথির নাম পাইনি এবং এ নিয়ে কারো কোনো প্রতিক্রিয়াও দেখিনি। যা আমার খুবই ভালো লেগেছে।
চমৎকার এই আয়োজনের সাফল্যের দায়টা অবশ্য কবি শাহিন ভূঁইয়া তুলে দিলেন অধ্যাপক তপংকর চক্রবর্তী, নজমুল হোসেন আকাশ ও কবি সুমন বেপারির কাঁধে। তিনি বলেন, আমি উজিরপুর সাহিত্য পরিষদের সভাপতি বাচ্চু ভাই, জাতীয় কবিতা পরিষদ বরিশালের সভাপতি তপংকর চক্রবর্তী, নজমুল হোসেন আকাশ ও মঠবাড়িয়ার কবি ও সাংবাদিক সুমন বেপারির সহযোগিতা না পেলে এই অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যর্থ হতাম। এই অনুষ্ঠানের আয়োজন করতে আটটি বৈঠক করেছি। যার সাতটি বৈঠকে সভাপতি মুস্তফা হাবিব অনুপস্থিত ছিলেন। এরপর কবি শাহিন ভূঁইয়া এই আয়োজনের আয়-ব্যয় তুলে ধরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সর্বশেষ এই আয়োজন সম্পর্কে আড্ডার প্রধান অতিথি অধ্যাপক তপংকর চক্রবর্তী বলেন, চমৎকার একটা সাহিত্য উৎসব হয়েছে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক এখানে জড়ো হয়েছেন। আবহাওয়া ভালো হলে আরো উপস্থিতি বাড়তো। সবমিলিয়ে আমরা স্বার্থক।