4:14 pm , July 30, 2023

সাইদ মেমন ॥ ভোলার লালমোহন উপজেলার ছাত্র, যুব ও শ্রমিক লীগের ১৪ নেতা কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশী মামলা হয়েছে। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই নালিশী মামলা করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক নালিশী অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য লালমোহন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নালিশীর বাদী হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিন শম্ভুপুর তছির মিয়ার বাড়ীর বাসিন্দা মো. সোলায়মানের ছেলে মো. রাসেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবু নোমান হাওলাদারের আমোক্তারনামা বলে নালিশী মামলা করেছেন বলে উল্লেখ করেছেন বাদী। প্রকৌশলী আবু নোমান হাওলাদার বিবিএস এবং নাহী গ্রুপের চেয়ারম্যান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য। বুয়েটের সোহরাওয়ার্দী হল শাখার ছাত্রলীগ প্যানেলের সাবেক ভিপি ছিলেন।
মামলার বিবাদীরা হলো- লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মতুর্জা সজিব পঞ্চায়েত, মাইটিভির লালমোহন উপজেলা প্রতিনিধি আরিফ তুষার, জাহাঙ্গীর আলম, রাসেল রায়হান, উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাকিল মোল্লা, পৌর যুবলীগ নেতা আব্দুল করিম রনি, মিরাজউদ্দিন পারভেজ, জাহিদ হোসেন ছোটন, মো. মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম ও তৈয়বুর রহমান।
বিবাদীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে ফেইসবুক ব্যবহার করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে মানহানিকর ও মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন পোষ্ট ভিডিও এবং মন্তব্য প্রচার করে সমাজে শান্তি শৃংখলা বিঘœ করাসহ সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সময় ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের আপত্তিকর পোষ্ট ও ভিডিও আপলোড করে সম্মান ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে।
নালিশীর বরাতে বেঞ্চসহকারী নুরুল ইসলাম কাকন বলেন, নালিশীতে বাদী উল্লেখ করেন ১ নম্বর স্বাক্ষী প্রকৌশলী আবু নোমান হাওলাদার দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে ১০ হাজারের অধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। তিনি আওয়ামী লীগের সমর্থক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী।
মামলার ১ নম্বর বিবাদী রায়হান মাসুম তার ফেইসবুক আইডিতে গত ১ জুলাই প্রকৌশলী আবু নোমান হাওলাদারের ছবি ব্যবহার করে পোষ্ট দেয়। পোষ্টে উল্লেখ করে “ নিজের স্বার্থ হাসিলের মনবাসনায় ভোলা-৩ এর শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা এবং সুসংগঠিত আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কালো টাকার মাধ্যমে বিভেদ সৃষ্টির লক্ষ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের মদদপুষ্টতার এক হীনমন্য ব্যক্তি ,,,,, আবু নোমান হাওলাদার। একই দিন আবুল হাসান রিমন আরেকটি, ৪ জুলাই জাকির পঞ্চায়েত আরেকটি পোষ্ট দেয়। এভাবে প্রকৌশলী আবু নোমান হাওলাদারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন তার ছবি ব্যবহার করে অসংখ্য মিথ্যা, মনগড়া, মানহানিকর, আক্রমানাত্মক, কুরুচিপূর্ন ও বানোয়াট তথ্য দিয়ে মিথ্যাচার করে সম্মানহানি করেছে। এতে তার রাজনৈতিক ভবিষ্যত হুমকির মুখে পড়েছে উল্লেখ করে বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাজারীসহ ন্যায়-বিচার চেয়েছেন বাদী।