4:14 pm , July 30, 2023

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে বিষপানে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ঝালকাঠি সদর থানার বিনয়কাঠি ইউনিয়নের শিবাইকাঠি গ্রামের মৃত সেকান্দার আলী তালুকদারের পুত্র মো: নেয়ামুল ইসলাম মুন্না (৪৪)।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, মো: নেয়ামুল ইসলাম মুন্না (৪৪) আগে থেকেই নেশাগ্রস্ত ছিলো। শনিবার (২৯ জুলাই) সকালে কীটনাশক পান করে বাড়ীতে এসে বমি করলে তার স্ত্রী বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে মৃত্যুবরণ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন পলাশ জানান, “বিষপানে মৃত্যুর ঘটনা শুনেছি। তিনি আরো বলেন, মৃত মো: নেয়ামুল ইসলাম মুন্না দীর্ঘদিন যাবত নেশাগ্রস্ত ছিলো।”
স্থানীয় ইউপি সদস্য মো: মোশারেফ হাওলাদার বলেন,“ আমি বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি। তবে মৃত মো: নেয়ামুল ইসলাম মুন্না নেশাগ্রস্ত ছিলো এবং মানসিকভাবে অসুস্থ ছিলো। ”
মো: নেয়ামুল ইসলাম মুন্না’র স্ত্রী ও মা ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে বিনা পোস্টমর্টেমে পারিবারিক কবরস্থানে দাফনের চেষ্টা করা হলেও পুলিশের অনুমতি না পাওয়ায় পোস্টমর্টেম শেষে ঝালকাঠির বিনয়কাঠীতে বাদ আছর দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে মো: নেয়ামুল ইসলাম মুন্না স্ত্রী, মা, ১৩ ও ৯ বছরের ২ কন্যা ও ৭ বছরের ১ ছেলে সন্তান রেখে গেছেন।