4:13 pm , July 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত এবং ঢাকায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে নগরীরেত পৃথক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগ। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরআওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। মিছিলটি জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে একই দাবিতে বিকেল সাড়ে ৪ টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্মআহবায়ক মাহমুদুল হক খান মামুন, এম মেজবাহউদ্দিন জুয়েল, তারিক বিন ইসলাম, অসীম দেওয়ান, মঈন তুষারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।