4:05 pm , July 28, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে নিখোঁজের ১৭ দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের (২৪) গলিত লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার দাসপাড়া এলাকার খাল থেকে গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
হৃদয় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা হরেন্দ্র কবিরাজের ছেলে। সে বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল।
বাউফল থানার ওসি মিজানুর রহমান জানান, গত ১১ জুলাই রাত থেকে হৃদয়ের কোন সন্ধান ছিলো না। সন্ধানে বন্ধু জাফর খানকে (২৫) আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে শুক্রবার সকালে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রায় দেড় কিলোমিটার দূরে খালের মধ্যে থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটক জাফর দাশপাড়া ইউনিয়নের সোনাবরু খেজুরবাড়ীয়া এলাকার হাসেম খানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফর স্বীকার করেছে প্রেম নিয়ে বিরোধের জের ধরে হৃদয়কে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন। তদন্ত শেষ না হলে বিস্তারিত জানানো যাবে না।
জাফরের দেওয়া তথ্য মতে ঘটনার সময় তার সহযোগী একই এলাকার মো. দেলোয়ার মৃধার ছেলে মো. কাউসারকে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দাসপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকা-ে আরও কেউ জড়িত আছে কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।