4:02 pm , July 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ছুটির দিনে নগরীতে টিসিবির চলমান বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শুক্রবার বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় তরা সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ বাবু আরও অনেকে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক কোটি পরিবারের কাছে সুলভমূল্যে খাদ্যসামগ্রী বিক্রির অংশ হিসেবে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নি¤œ আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ৩০ টাকা ধরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।