4:00 pm , July 28, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আব্দুর রব (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কারিকর নগর গ্রামে এ ঘটনা ঘটে।
যৌন হয়রানির শিকার শিশুটি জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলা করছিলো। এসময় প্রতিবেশী আব্দুর রব হাওলাদার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে কাছে ডেকে ১০ টা দেয় এবং অভিযুক্ত আব্দুর রব হাওলাদার শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে নিজের (রব হাওলাদারের) গোপনাঙ্গে হাত দিতে বলেন। এসময় তার পরিধেয় কাপড় খুলতে বলে। শিশুটি কান্না করে টাকা ফেলে বাড়ি থেকে বেরিয়ে আসে। শিশুটি তাঁর সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে জানায়।
বিষয়টি শিশুটির মা স্থানীয়দের জানান। স্থানীয়রা একই ইউনিয়নের বাসিন্দা বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদকে জানালে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শিশুটির বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে পারেন। উপজেলা ভাইস চেয়াম্যান ইকবাল আহমেদ আজাদ জানান, অভিযুক্ত রব হাওলাদারের বিরুদ্ধে এর আগেই এ ধরনের অভিযোগ স্থানীয়রা করেছেন। তাই এ ঘটনার সুষ্ঠু বিচার তিনি দাবী করেন।
এদিকে এঘটনায় স্থানীয়রা এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রব হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রব হাওলাদারকে অভিযুক্ত করে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ।
নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে আব্দুর রব হাওলাদার বলেন, মেয়েটি আমার নাতনির মত। সব সময় আমার কাছে টাকা চায়। ঘটনার দিনও আমার কাছে ১০ টাকা চাওয়ায় তাঁকে একটু বকা দিয়েছি মাত্র। শিশুটির সঙ্গে খারাপ কোনো কিছু করিনি।