নগরীতে জামায়াতের মিছিল, আটক ২ নগরীতে জামায়াতের মিছিল, আটক ২ - ajkerparibartan.com
নগরীতে জামায়াতের মিছিল, আটক ২

3:59 pm , July 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীতে ওই মিছিল বের করে। আটককৃতরা হলো পিরোজপুরের নেছারাবাদ থানার ভরত কাঠি এলাকার মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে বদরুল হাসান (৪২) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭)। কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নগরীর নতুন বাজার এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করে। সেখানে পুলিশ গেলে সকলে পালিয়ে যায়। এই সময় দুই জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ওসি জানিয়েছেন। জামায়াত নেতারা জানিয়েছে, কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন, আটক নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধের দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর নতুনবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার। মিছিল শেষে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃবন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT