3:57 pm , July 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর একটি আবাসিক হোটেল থেকে নরসিংদীর এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে নগরীর পোর্ট রোড হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পেশায় লটকন ব্যবসায়ী ওই তরুন হলো মো. রানা মিয়া ওরফে শাকিল (২১)। সে নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির মো. বাছেদ মিয়ার ছেলে। কোতয়ালী মডেল থানার এসআই সুমন বলেন, নরসিংদী থেকে লটকন নিয়ে এসে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতো সে।
গত ২৪ জুলাই ভোর থেকে সে পোর্ট রোড এলাকার হোটেল সী প্যালেসের তৃতীয় তলার ২০৯ নং কক্ষে অবস্থান করতো। খবর পেয়ে সেখানে গিয়ে গামছা দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসআই সুমন আরো জানান, কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। তাই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যু কারন আরো নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে বলেন তিনি।
পোর্ট রোডের ভুইয়া বানিজ্যলয়ের শ্রমিক মো. আসলাম জানান, মামা জামাল ফোন করে শাকিলকে পায়নি। তখন তাকে ফোন করে শাকিলের খবর নিতে বলেন। তিনি হোটেলে গিয়ে কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি মেরে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন।