ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিমে বৃদ্ধার মৃত্যু ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিমে বৃদ্ধার মৃত্যু - ajkerparibartan.com
ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিমে বৃদ্ধার মৃত্যু

3:56 pm , July 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বৃদ্ধার মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এ নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভাগের ভোলা সদর হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু জ্বরে বিভাগে সাত জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পাঠানো তথ্যে দেখা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠাতলী গ্রামের বাসিন্দা বৃদ্ধা পারুল বেগম (৬০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬টি জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮০ জন। আট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮২ জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৮০ জন ভর্তি হয়েছেন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৭ জন। গত ১ জানুয়ারী থেকে শেবাচিম হাসপাতালে এক হাজার ৩০৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন। গত ২৪ ঘন্টায় একজনসহ মোট মৃত্যু হয়েছে ৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন ভর্তি হয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বমোট ভর্তি হয়েছেন ৪২৭ জন। ছাড়পত্র নিয়েছেন ৩৬৪ জন। চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালী সদর হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। মোট ভর্তি হয়েছিলেন ৪৬১ জন। ছাড়পত্র নিয়েছেন ৩৪৮ জন। বরিশাল সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজনও ভর্তি হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। এ হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৫৭৩ জন। ছাড়পত্র নিয়েছেন ৪৪৫ জন। গত ২৪ ঘন্টায় ২৬ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে পিরোজপুর সদর হাসপাতালে। এখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন। এ হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৬৩৪ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৩৪ জন। ভোলা সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন। এ হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৪৮০ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪১৫ জন। মারা গেছেন ১ জন। বরগুনা সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন। এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫৯ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৭৭ জন। ঝালকাঠি সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোন ভর্তি নেই। টিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩৪ জন। এর মধ্যে ১০৯ জন ছাড়পত্র নিয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, বিশেষজ্ঞরা ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুর কারন তিনটি শনাক্ত করেছেন। এর একটি হচ্ছে দেরি করে আসা, জটিল করে ফেলা ও অন্য কোন জটিল রোগে আক্রান্ত হওয়া। তিনি বলেন, আমরা সব সময় বলি জ¦র ও শরীর ব্যথা হলেই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকরা পর্যাপ্ত চিকিৎসা দিতে পারবে। কোনভাবেই ডিলে করা যাবে না। পরিচালক আরো বলেন, শুধু চিকিৎসার উপর নির্ভর করলেই হবে না। কেননা আমাদের তো যথেষ্ট পরিমান ব্যবস্থা নেই। প্রতিরোধ করার বিষয়ে নজর দিতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT