মহা ধুমধামে শিশু পরিবারের কন্যা সায়মা আক্তারের বিয়ে দিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম মহা ধুমধামে শিশু পরিবারের কন্যা সায়মা আক্তারের বিয়ে দিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম - ajkerparibartan.com
মহা ধুমধামে শিশু পরিবারের কন্যা সায়মা আক্তারের বিয়ে দিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

3:55 pm , July 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শুক্রবার দুপুরে বর্ণিল আয়োজনে প্রায় ২শ অতিথির উপস্থিতিতে মহা ধুমধামে অনুষ্ঠিত হলো বরিশাল সরকারি শিশু পরিবার দক্ষিণের এতিম কন্যা সায়মা আক্তারের। বিয়েতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব, জেলা প্রশাসক শহিদুল ইসলাম,  বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী। বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম সরদারের ছেলে মোঃ কাওসার হোসাইন এর সাথে সরকারি শিশু পরিবার দক্ষিণের নিবাসী এতিম সায়মা আক্তার এর ২ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ সম্পূর্ণ হয়। জেলা প্রশাসন ও সমাজসেবার শিশু পরিবারের পক্ষ থেকে নতুন জীবনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ উপহার হিসেবে দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT