স্বরূপকাঠির পেয়ারা বাগানে ভীমরুলের আক্রমনে আহত ১৬ স্বরূপকাঠির পেয়ারা বাগানে ভীমরুলের আক্রমনে আহত ১৬ - ajkerparibartan.com
স্বরূপকাঠির পেয়ারা বাগানে ভীমরুলের আক্রমনে আহত ১৬

3:44 pm , July 28, 2023

স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি ॥ স্বরূপকাঠির কুড়িয়ানায় পেয়ারা বাগানে বেড়াতে এসে ভীমরুলের আক্রমনে শিশু  নারী সহ ১৬ জন আহত হয়েছেন। আহতরা সবাই নেছারাবাদ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছেন। কামড়ে আহতরা সবাই ঝালকাঠি রাজাপুর থেকে কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারযোগে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে আদমকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
ভীমরুলের আক্রমনে আহত মুশফিক(২৭) নামে এক যুবক জানান, তারা ট্রলার করে আটঘরের খাল হয়ে আদমকাঠী পেয়ারা বাগান দেখতে যাচ্ছিলেন। ট্রলারটি খালের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা একঝাক ভীমরুল এসে আক্রমন করে হুল ফুটাতে থাকে। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্য ১৬ জনই আহত হয়। তাদের ডাক চিৎকারে  স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মুশাররাত শবনব জানান, ভীমরুলের হুলে আহত ১৬ জন চিকিৎসা নিয়েছে। আহতের মধ্য কয়েকজন শিশু রয়েছে। তাদের নাম ঠিকানা রেজিষ্টারে রেকর্ড করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT