নগরী থেকে স্বর্ন নিয়ে প্রতারনা চক্রের ৪ সদস্য আটক নগরী থেকে স্বর্ন নিয়ে প্রতারনা চক্রের ৪ সদস্য আটক - ajkerparibartan.com
নগরী থেকে স্বর্ন নিয়ে প্রতারনা চক্রের ৪ সদস্য আটক

3:25 pm , July 28, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে স্বর্ন দিয়ে প্রতারনা করা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নগরীর সাধুর বটতলা এলাকার কুট্টি শিকদারের ছেলে বেল্লাল শিকদার (২৯), উত্তর কাউনিয়া পার্সপোট গলির মৃত জয়নাল খানের ছেলে মিজানুর রহমান টেনু (৪৫), আগৈলঝাড়ার রত্মপুর ইউপির নাগর এলাকার প্রয়াত মাহেন্দ্রনাথ বল্লভের ছেলে অপু ওরফে মঙ্গল বল্লভ (৪৫) ও মোড়লগঞ্জের বলইবুনিয়া এলাকার মৃত সফিজউদ্দিন হাওলাদারের ছেলে এবং নগরীর পিছনের স্কুল আবুল ডিলারের ভাড়াটিয়া কাওসার হাওলাদার (৪৫)।
পুলিশ জানিয়েছেন, নগরীতে “স্বর্নের বার সদৃশ বস্তু এবং বারের সাথে থাকা চিঠি দেখিয়ে” প্রতারণা করার একটি চক্র রয়েছে। সহজ সরল মানুষকে ধোকা দিয়ে চক্রের সদস্যরা টাকা নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কাউনিয়া মরক খোলা পোল সংলগ্ন এলাকায় অভিযান করে চার জনকে আটক করা হয়েছে। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত একটি মোবাইল ফোন, প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও স্বর্নের সদৃশ বস্তু উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT