“বরিশাল বিভাগীয় নদী বিষয়ক কর্মশালা’’ অনুষ্ঠিত “বরিশাল বিভাগীয় নদী বিষয়ক কর্মশালা’’ অনুষ্ঠিত - ajkerparibartan.com
“বরিশাল বিভাগীয় নদী বিষয়ক কর্মশালা’’ অনুষ্ঠিত

4:25 pm , July 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে “বরিশাল বিভাগীয় নদী বিষয়ক কর্মশালা’’ হয়েছে। বৃহস্পতিবার বিডিএস কনফারেন্স হলে এ কর্মশালা হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি “বেলা” বরিশালের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম। বেলা’র প্রধান নির্বাহী এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাসেদ ও সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া। কর্মশালায় নদী বিষয়ক জারীগান পরিবেশন এবং দেশের দক্ষিনাঞ্চলের নদীর দুর্দশার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর বেলা’র বরিশাল বিভাগের সমন্বয়ক লিংকন বায়েন তাঁর প্রবন্ধে বৃহত্তর বরিশাল অঞ্চলের নদী- দূষণ ও দখলের পরিসংখ্যান এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। কর্মশালায় অংশগ্রহনকারীগণ বরিশাল বিভাগীয় নদী বিষয়ক সমস্যা ও তা থেকে উত্তরণ এবং অন্যান্য আনুসঙ্গিক তথ্য দলীয় কাজের মাধ্যমে তুলে ধরেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT