4:24 pm , July 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে যাত্রীবাহী বাস চাপায় এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ১ নং সিএন্ডবি পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়ারা বেগম পারভীন (৪৩) সদর উপজেলার রায়পাশা এলাকার বাসিন্দা।
শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে জানানো হয়, নিহত নারী নগরীর ১ নং সিএন্ডবি পোল এলাকায় রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে আসা শ্রাবনী পরিবহনের একটি বাস তাকে চাঁপা দেয়। ওই নারীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার পর স্থানীয়রা বাসে ভাংচুর করেছে।