নগরীতে বাস চাপায় নারী নিহত নগরীতে বাস চাপায় নারী নিহত - ajkerparibartan.com
নগরীতে বাস চাপায় নারী নিহত

4:24 pm , July 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে যাত্রীবাহী বাস চাপায় এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ১ নং সিএন্ডবি পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়ারা বেগম পারভীন (৪৩) সদর উপজেলার রায়পাশা এলাকার বাসিন্দা।
শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে জানানো হয়, নিহত নারী নগরীর ১ নং সিএন্ডবি পোল এলাকায় রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে আসা শ্রাবনী পরিবহনের একটি বাস তাকে চাঁপা দেয়। ওই নারীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার পর স্থানীয়রা বাসে ভাংচুর করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT