4:20 pm , July 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে যোগদান করেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু করেছেন নতুন জেলা মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১ টায় টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম বার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ, বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শুরুতে মনদীপ ঘরাই স্মার্ট বাংলাদেশ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বরিশাল জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপাদান তুলে ধরে বক্তৃতা করেন।
এছাড়া দুপুরে নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বরিশালের তৃনমূলে কাজ করা সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসন সভা কক্ষে দুপুরে বরিশাল ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাঠ পর্যায়ে জনগনের সাথে কাজ করা গনমাধ্যম কর্মীদের সাথে নিয়ে বরিশালের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, শহীদ আ ঃরব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন সহ সকল গনমাধ্যমকর্মী।