প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মঠবাড়িয়ায় প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মঠবাড়িয়ায় - ajkerparibartan.com
প্রেমের টানে কুড়িগ্রামের তরুণী মঠবাড়িয়ায়

4:19 pm , July 27, 2023

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ প্রেমের টানে কুড়িগ্রামের নাগেশ^রী থেকে আনিশা আক্তার আদুরী নামে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক তরুণী ছুটে এসেছেন পিরোজপুরের মঠবাড়িয়ায়। ওই তরুণী গত চারদিন পূর্বে মঠবাড়িয়ার মালয়েশিয়া প্রবাসী প্রেমিক নাঈম বেপারীর বাড়িতে ওঠেন। বুধবার রাতে মঠবাড়িয়া থানা পুলিশ প্রেমিকের বাড়ি থেকে আদুরীকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। আদুরী কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ কলেজ মোড় এলাকার আজিজুর রহমানের কন্যা। আর প্রেমিক নাঈম বেপারী মঠবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ড বহেরাতলা এলাকার সিদ্দিক বেপারীর ছেলে। নাঈম বর্তমানে মালয়েশিয়া প্রবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে, মালয়েশিয়া প্রবাসী নাঈমের সাথে গত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিশা আক্তার আদুরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ছয় মাস পূর্বে নাঈম মালয়েশিয়ায় গেলেও প্রেমিকা আদুরীর সাথে তার সার্বক্ষনিক যোগাযোগ ছিল। গত সোমবার আদুরী কুড়িগ্রাম থেকে প্রেমিকের বাড়ি মঠবাড়িয়া চলে আসে। পরে আদুরীর বাবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ বুধবার সন্ধ্যায় নাঈমের বাড়ি থেকে আদুরীকে উদ্ধার করে।
আদুরী জানান, তিনি বাবা-মা’র সাথে অভিমান করে প্রেমিকের বাড়িতে চলে এসেছেন। তিনি আর বাবার বাড়িতে যাবেন না।
নাঈমের মা হাওয়া বেগম জানান, মেয়ে যখন বাবা-মা আত্মীয় স্বজন সব ছেড়ে চলে এসেছে এখন আমাদেরই মেয়ে। ওকে আর আমরা ছাড়বো না। তাছাড়া আমরা আদুরীর বাবা-মা’র সাথে কথা বলেছি সামাজিকভাবে বিয়ের জন্য। কিন্তু তারা তাতে রাজি না হয়ে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে এসেছে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, কুড়িগ্রাম থেকে আসা তরুণীকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT