কাউখালীতে সড়কের ইট হরিলুট কাউখালীতে সড়কের ইট হরিলুট - ajkerparibartan.com
কাউখালীতে সড়কের ইট হরিলুট

4:10 pm , July 27, 2023

কাউখালী  প্রতিবেদক ॥  কাউখালীতে এলজিডির রাস্তার ইট উঠিয়ে নিয়ে গেছে প্রভাবশালীরা। প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ। জানা গেছে, উপজেলার  সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা খাল থেকে বেতকা লঞ্চঘাট পর্যন্ত কালীগঙ্গা নদীর বেড়িবাধে থাকা রাস্তার ইট হরিলুট  হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। নাম প্রকাশ শর্তে অনেকেই জানান, বেতকা খালের মোহনা থেকে স্বরূপকাঠী উপজেলার সীমানা পর্যন্ত আনুমানিক প্রায় ৩ কিলোমিটার রাস্তার অধিকাংশ হেরিংবনের রাস্তা এমআরবি ব্র্যান্ডের ইট দিয়ে নির্মিত ছিলো। বর্তমানে ওই রাস্তার বেতকার কিছু অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পর বাকী রাস্তার ইট প্রভাবশালীরা লুটপাট করে নিয়ে যায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তুম আলী জানান, বেড়িবাধের রাস্তার ইট দীর্ঘদিন যে যার মত করে লুটপাট করে নিয়ে যায়। প্রশাসনকে জানালেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করায় গত এক সপ্তাহে রাস্তায় বাকী থাকা প্রায় ২০ হাজারের বেশী ইট পুনরায় লুটপাট হয়। এলাকার বেতকা গ্রামের প্রভাবশালী মিরাজ খানের ছেলে জিহাদ খানের বাড়ির বাগানের ভিতর খালের পাড়ে হরিলুট হওয়া কয়েক হাজার ইটের স্তুপ দেখা গেছে।  এছাড়া স্থানীয় বাসিন্দা আবু সালেহ ও হারুন অর রশিদ জানান, বেতকা গ্রামের বাদল, সোহাগ, ইদ্রিস, সোহরাব, মজিবুর ও জাবেদের বাড়িতে রয়েছে এই রস্তার এমআরবি ব্র্যান্ডের ইটের স্তুপ। স্থানীয় কামাল মাস্টার জানান, তার বাবা মেম্বার থাকা অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৪-৯৫ অর্থবছরে কালীগঙ্গা নদীর পাড়ের রাস্তাটির হেরিংবনের কাজ করা হয়েছিলো। হরিলুট হওয়া ইটগুলো সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান আবু সাঈদ জানান, তিনি ঢাকায় থাকায় কিছু লোকে ইটগুলো তুলে নিয়েছে বলে জানতে পারেন। পরে তিনি স্থানীয় গ্রামপুলিশকে নিদের্শ দিয়েছেন ইটগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, বিষয়টি আমি জেনেছি। নিয়ে যাওয়া ইটগুলো উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT