মাদরাসা থেকে নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি মাদরাসা থেকে নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি - ajkerparibartan.com
মাদরাসা থেকে নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি

4:09 pm , July 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদরাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিন পরেও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্র তাহসিন হাওলাদারের (১৩)। ফলে তার পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পরেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
একই উপজেলার পূর্ব বামরাইল গ্রামের শেখ সাদি হাওলাদারের স্ত্রী নিলুফা আক্তার বলেন, তার ছেলে তাহসিন হাওলাদার ওই মাদরাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র। গত ২৬ জুলাই সকাল সাড়ে দশটার পর মাদরাসা থেকে তার ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। খবর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা সম্ভ্রাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও তাহসিনের কোন সন্ধান মেলাতে পারেননি। ফলে তারা চরম উদ্বিগ্ন হয়ে পরেছেন। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানিয়েছেন, নিখোঁজ মাদরাসা ছাত্রের বিষয়ে পাশ্ববর্তী সকল থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT