4:08 pm , July 27, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে এক বছর কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুল ইসলাম ওই দন্ড দেন।
দ-িতরা হলো- হরিনাটি গ্রামের শওকত গাজীর ছেলে সোহাগ গাজী ও সিতাইকুন্ড গ্রামের মোকাই শেখের ছেলে ইলিয়াস শেখ। তাদের সাজা পরোয়ানায় ওই রাতে কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার সীমান্তবর্তী রামশীল বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি করা অভিযোগ পেয়ে অভিযান করা হয়। এ সময় ধাওয়া করে ১২ হাজার মিটার কারেন্ট জালসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালতের দন্ড পরোয়ানায় দ-িতদের কারাগারে পাঠানো হয়েছে। পরে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।