4:08 pm , July 27, 2023
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান-সম্মত শিক্ষা নিশ্চিত করতে মায়েদের অংশগ্রহণে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন ৭২ নং উত্তর পূর্ব ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আল আমিন হোসেন নোবেল মিয়া। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে ৭৫ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মনিরুজ্জামানসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন।