ঢাকায় বরিশাল বিভাগের বিএনপির প্রায় একশ’ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকায় বরিশাল বিভাগের বিএনপির প্রায় একশ’ নেতাকর্মী গ্রেপ্তার - ajkerparibartan.com
ঢাকায় বরিশাল বিভাগের বিএনপির প্রায় একশ’ নেতাকর্মী গ্রেপ্তার

4:05 pm , July 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকায় বরিশাল বিভাগের বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বুধবার দুপুরের পর থেকে গ্রেপ্তার হয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন জানান, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বুধবার দিবাগত গভীর রাতে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বরিশাল সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিনকে। এছাড়া পল্টন এলাকায় রয়েল টাওয়ার নামক একটি আবাসিক হোটেলে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির ৯ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা যুবদলের সহ সভাপতি আওলাদ হোসেন, আগরপুর ইউনিয়ন যুবদল সভাপতি শাহাদত হোসেন, কৃষক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মজনু, ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন, কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিপনসহ আরও ৩জন।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল জানান, হিজলা উপজেলার হরিণাথপুরইউনিয়ন বিএনপির সহ সভাপতি মিরাজ সরদার ও মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর-খাজুরিয়া ইউনিয়ন ছাত্রদলে সাবেক সভাপতি হাশেম হাওলাদার ঢাকায় পুলিশী অভিযানে গ্রেপ্তার হয়েছেন।  ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি
পরিবর্তন ডেস্ক ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।অজ শুক্রবার আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশসহ সার্বিক বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।তিনি জানান, ২৩ শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ।কেউ কোনো লাঠিসোঁটা ও ব্যাগ বহন করতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন,রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিতে পারবেন না।সীমানার বাইরেও যাওয়া যাবে না।এ ছাড়া কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এখন পর্যন্ত সমাবেশ ঘিরে বড় ধরনের কোনো হুমকি নেই জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, তবে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে।কয়েক দিন ধরে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের সমাবেশের দিন ও ভেন্যু নিয়ে চলে নাটকীয়তা।দুদলই বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশের ঘোষণা দেয়। বিএনপি নয়পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে যানজটের আশঙ্কায় নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি।ডিএমপির পক্ষ থেকে দলটিকে সমাবেশের জন্য গোলাপবাগের মাঠ দেখার পরামর্শ দেয়া হয়েছিল। সেই সঙ্গে আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়াম (ব্যায়ামারগার) মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করতে বলা হয়।পুলিশের আপত্তির কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর কিছুক্ষণ পরই যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেয়ার ফলে তারা আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে পূর্বঘোষিত সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।তবে মাঠ সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় শুক্রবার বিকেল ৩টায় শান্তি সমাবেশ করার কথা জানায় আওয়ামী লীগ।শেষ পর্যন্ত আওয়ামী লীগ বায়তুল মোকাররম এলাকায় সমাবেশের ঘোষণা দেয়।অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার মহাসমাবেশ করতে আবারও ডিএমপি কমিশনারকে চিঠি দেয় বিএনপি। অবশেষে দুদলকেই তাদের পছন্দের স্থানে সমাবেশের অনুমতি দিল ডিএমপি।
ঝালকাঠী জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানান, ঝালকাঠী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাওহীদ হোসেন এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য জুলফিকার নাঈম ঢাকায় পুলিশী অভিযানে গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার গুলশান এলাকায় সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ জানান, বৃহস্পতিবার বিকেলে মুলাদী উপজেলার ১৫ জন নেতাকর্মীসহ অর্ধশতাধিক গ্রেপ্তার হয়েছে।
বিএনপির বরিশাল বিভাগী সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনী জানিয়েছেন, বিভাগের ৬ জেলা থেকে আসা প্রায় শতাধিক নেতা কর্মীকে পুলিশ আটক করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT