বরগুনায় এনজিও নারী কর্মীর আত্মহত্যা বরগুনায় এনজিও নারী কর্মীর আত্মহত্যা - ajkerparibartan.com
বরগুনায় এনজিও নারী কর্মীর আত্মহত্যা

4:24 pm , July 26, 2023

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনায় ৫ বছর বয়সী শিশু সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মা। শিশুর কান্নার শব্দ পেয়ে বাসার মালিক এসে শিশুকে উদ্ধার করে পুলিশকে খবর দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বরগুনা টাউন হল সংলগ্ন সিরাজউদ্দীন সড়কের আ. সালামের ভাড়াটিয়া বাসায়। আত্মহননকারী ভাড়া নুপুর বেগম (৩০) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে। সে একটি এনজিওতে মাঠকর্মী পদে চাকুরি করতো।
বাসার মালিক আ. সালাম জানিয়েছেন, ২৫ দিন পূর্বে সন্তানকে নিয়ে তার বাসা ভাড়া নিয়েছে নুপুর। তার স্বামী স্বপন মাঝে মাঝে আসতো। বিকেল ৫টার দিকে নুপুরের শিশু সন্তানের কান্নার শব্দ পেয়ে যান। শিশু দরজা খুললে তার মাকে ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার কারন জানেন না বলে জানিয়েছে সালাম।
বরগুনা থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT