4:24 pm , July 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর আবাসিক ইষ্টার্ন হোটেল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই জনকে ৭ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ কারাদন্ড দেন।
দ-িতরা হলো- সদর উপজেলার চরমোনাই ইউপির ইছাগুড়া এলাকার বাসিন্দা মৃত আমজেদ আলীর ছেলে আনিচুর রহমান ও কাশিপুর আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার রঞ্জন মুখাজীর ছেলে পলাশ মুখার্জী।
রায় ঘোষনার সময় আনিচুর রহমান উপস্থিত ছিলেন। পলাশ পলাতক রয়েছে।
আদালত সুত্র জানায়, ২০১৫ সালের ২৬ মে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হোটেল ইষ্টার্নের ২০১ নং কক্ষে অভিযান করে। এ সময় সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করে ডিবির এসআই চিম্ময় মিত্র। একই বছরের ৯ জুলাই পরিদর্শক কাজী রেজাউল করিম দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৬ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।