বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ১০ ঘন্টা বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ১০ ঘন্টা - ajkerparibartan.com
বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ১০ ঘন্টা

4:18 pm , July 26, 2023

গৌরনদীতে ২৪ ঘন্টায় পৃথক তিন দুর্ঘটনায়
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলা অংশ এখন দুর্ঘটনা প্রবন হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১০ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে দুই প্রান্তে অন্তত ৮/১০ কিলোমিটার জুড়ে যানযট সৃষ্টি হয়েছে। পৃথক তিন দুর্ঘটনার পর যানবাহন উদ্ধারে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দীঘির পাড়ে ইলিশ ও শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইলিশ পরিবহনের একটি বাস পুকুরে পড়ে। ঘটনার পর এক ঘন্টা ১৫ মিনিট ওই স্থান থেকে যানবাহন চলাচল বন্ধ ছিলো। রাস্তার উপর থেকে শ্যামলী পরিবহনের বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এরপর সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত উদ্ধার করা হয় ইলিশ পরিবহনের বাস। এই কারনে চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে সড়কের দুই প্রান্তে ৮/১০ কিলোমিটার দীর্ঘ যানজট হয়।
বুধবার সকাল ৮ টার দিকে জয়শ্রী চায়না ক্যাম্প এলাকায় এক লরি ঘুরতে গিয়ে আটকে যায়। এতে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। এ সময় দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়।
বুধবার দুপুর ২ টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী নিউ অন্তরা ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক, হেলপার এবং বাসের সুপারভাইজার ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দূর্ঘটনার পর থেকে মহাসড়কটিতে দুই ঘন্টা মতো যান চলাচল বন্ধ ছিলো। আহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালককে গাড়ি কেটে বের করা হয়েছে। যার কারনে যান চলাচল বন্ধ ছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT