4:18 pm , July 26, 2023

পরিবর্তন ডেস্ক ॥ ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।র্যাবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।এর আগে সোমবার বিকেলে বরিশাল র্যাব-৮-এর একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে।এখনো পলাতক রয়েছে মামলার আসামি বাসচালকের সহকারী (হেলপার) আকাশ।র্যাব জানায়, ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ঝালকাঠি থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা করেন।এ ঘটনার পর থেকেই আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে র্যাব।ঢাকার আশুলিয়া এলাকায় বাসচালক মোহন খান অবস্থান করছে নিশ্চিত হয়ে বরিশাল র্যাব-৮-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।এর আগে গত শনিবার সকাল সাড়ে ৯টায় ভা-ারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল বাশার স্মৃতি পরিবহন (ঢাকা-মেট্রো ব ১৪৬৫৪৯) নামে যাত্রীবাহী বাসটি। পরে পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। এ সময় ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন।এ ঘটনার পর থেকেই চালক, সুপারভাইজার ও চালকের সহকারী পলাতক ছিল।