গৌরনদীতে কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ গৌরনদীতে কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ - ajkerparibartan.com
গৌরনদীতে কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

4:18 pm , July 26, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদ উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডের পাশে মাহিলাড়া ডিগ্রী কলেজের সামনে বুধবার দুপুরে কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত  মারা যাওয়ার কোন খবর যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদ উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডের পাশে মাহিলাড়া ডিগ্রী কলেজের সামনে বুধবার দুপুর দুইটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তরা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যাত্রবাহী অন্তরা পরিবহনের সামনের অংশ দুমড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহত ১০ জনকে উদ্ধার করে  গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাভার্ড ভ্যান চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। উদ্ধার কর্মীরা বাসের অংশ কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT