গৌরনদীতে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে জখম গৌরনদীতে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে জখম - ajkerparibartan.com
গৌরনদীতে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে জখম

3:51 pm , July 25, 2023

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে মঙ্গলবার সকালে একদল সন্ত্রাসী প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে বলে  অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আবুল হোসেন হাওলাদারের সঙ্গে একই গ্রামের কালু হাওলাদারের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে কালু হাওলাদারের নেতৃত্বে মনির হাওলাদারসহ ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আবুল হোসেনের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আবুল হোসেনকে কুপিয়ে জখম করে। আবুল হোসেনের ছেলে মাদারীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াদ হাওলাদার অভিযোগ করে বলেন, বাবাকে কুপিয়ে জখম করলে মা নাসিমা বেগম বাবাকে রক্ষায় এগিয়ে গেলে তাকে এবং আমি মাকে রক্ষায় এগিয়ে গলে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ নিয়ে বাড়াবাড়ি করলে সন্ত্রাসীরা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালু হাওলাদার হামলার কথা অস্বীকার করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT