3:51 pm , July 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির পুকুরে পড়ে ১৭ যাত্রী নিহতের ঘটনায় বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার পৌনে পাঁচটার দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৮ এর সিপিএসসি’র কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। গ্রেপ্তারকৃত সুপারভাইজার হলেন : মো. ফয়সাল ওরফে মিজান। সে নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে। কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার ঝালকাঠি মালিক সমিতির বাশার স্মৃতি পরিবহন নামের বাস ভা-ারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। বেপরোয়া গতিতে চালিয়ে আসা বাসটি ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ছাত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের মধ্যে পড়ে পানিতে উল্টে যায়। এতে ১৭ যাত্রী নিহত ও ৩৮ যাত্রী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেছে। মেজর জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার পর র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুপার ভাইজার মিজানের অবস্থান শনাক্ত করেন। পরে ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মিজানের বরাতে র্যাব কর্মকর্তা বলেন, ঘটনার সময় সুপারভাইজার বাসের ছাদে ছিলেন। দুর্ঘটনার সময় চালক মোহন বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এ সময় ভাড়া নিয়ে যাত্রীদের সাথেও তর্ক-বিতর্ক করছিলেন।
র্যাব কর্মকর্তা বলেন, ঘটনাস্থল অতিক্রমকালে একটি অটোরিকশা এসে পড়ে। তখন চালক পাশ কাটাতে যায়। বাসের গতি বেশি থাকায় পাশ কাটিয়ে উঠতে পারেননি। বাস পুকুরে পড়ে। ছাদে থাকায় মিজান রক্ষা পেয়েছেন।