গৌরনদীতে দুরপাল্লার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে, আহত ২৫ গৌরনদীতে দুরপাল্লার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে, আহত ২৫ - ajkerparibartan.com
গৌরনদীতে দুরপাল্লার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে, আহত ২৫

3:50 pm , July 25, 2023

গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার আশোকাঠি বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশে  মঙ্গলবার দুপুরে দুটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ করছে। অবস্থার অবনতি ঘটলে ১৪ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত  মারা যাওয়ার কোন খবর পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার আশোকাঠি বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশে হাবিব সরদারের দীঘির পাড়ে মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যমলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০১) এর ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইলিশ পরিবহন (এসি) (ঢাকা মেট্রো- ব-১৫-৯৬৩৯) এর সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইলিশ পরিবহন বাসটি পাশ^বর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহত ২৫ জনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ১৪ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT