বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ : আমু বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ : আমু - ajkerparibartan.com
বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ : আমু

3:49 pm , July 25, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ এর  উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু এমপি। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, বাংলাদেশ বর্তমানে মাছে স্বয়ংসম্পূর্ন। স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ। আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হলে এ দেশ অনেক উন্নত হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT