3:48 pm , July 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রোগীর মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। প্রত্যেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। সর্বশেষ মৃত্যুবরনকারী রোগী জালাল বেপারী (৭৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ জুলাই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার প্রথম প্রহরে তিনি মারা যান। জালাল বেপারীর জামাতা মো. শহীদ জানান, দুই দিন পূর্বে জ্বরে আক্রান্ত হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তির পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে তার মৃত্যু হয়। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭৩ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ হাসপাতালে বর্তমানে ২২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৫২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৫১ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৪৫ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে ১৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে তিন হাজার ৭২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯২৬ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছেন।