সমস্যা ঘাড়ে, অপারেশন হার্নিয়া ঘটনা তদন্তে কমিটি গঠন সমস্যা ঘাড়ে, অপারেশন হার্নিয়া ঘটনা তদন্তে কমিটি গঠন - ajkerparibartan.com
সমস্যা ঘাড়ে, অপারেশন হার্নিয়া ঘটনা তদন্তে কমিটি গঠন

3:47 pm , July 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুর হার্নিয়া অস্ত্রপচারের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।  ঘাড় বাকা হওয়ার সমস্যা নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফুররহমান সড়কের বাসিন্দা মো. শাহজালালের ৬ বছর বয়সী শিশু মো. রায়হানকে গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়।  গত ২২ জুলাই ঘাড়ের অস্ত্রপচারের জন্য ওটিতে নেয়া হয়। অস্ত্রপচারের পর পোষ্ট অপারেটিভ কক্ষে নেয়া হয়। সেখানে শিশু রায়হানের মা-বাবা দেখতে পায় তলপেটে অস্ত্রপচার করা হয়েছে।  এ নিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হয়।  বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুল হককে। এছাড়া কমিটির অপর দুই সদস্য হলেন : ডা. নাজমুল হাসান ও ডা. সৌরভ সুতার।  পরিচালক আরো জানান, আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT