3:46 pm , July 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রীর যৌতুক মামলায় বরিশাল জেলা পুলিশ লাইন্স এর কনষ্টেবলকে সমন দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশালের মেট্্েরাপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে তার স্ত্রী রিক্তা আক্তার হিরা। মেট্রোপলিটন হাকিম আল ফয়সাল আগামী ১৩ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদী কনষ্টেবল হলেন : মো. কামাল হোসেন। সে বর্তমানে মহিপুর থানায় কর্মরত রয়েছেন। কনষ্টেবল কামাল ভোলা সদর থানার পাংগাশিয়া এলাকার মো. ছগির আহম্মেদের ছেলে।
বাদী মামলায় অভিযোগ করেন কনষ্টেবল কামাল বরিশাল পুলিশ লাইন্স এ কনষ্টেবল পদে চাকুরি করা অবস্থায় পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্কে সুবাধে গত ৪ এপ্রিল বিয়ে করেন। বিয়ের পর বাড়ীতে দালান করার জন্য বিভিন্ন সময়ে মোট ৫ লাখ ৮১ হাজার টাকা নেয়। কিছুদিন পর জানতে পারেন কালামের পূর্বে বিয়ে ও একটি সন্তান রয়েছে। এ বিষয়টি জানার পর তাদের মধ্যে মনমালিন্য হয়। তখন থেকে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে যোগাযোগ করে আরো পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে। বিষয়টি সালিশ মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু গত ৫ জুলাই বাদীর পিত্রালয়ে এসে জানিয়ে দেয় ৫ লাখ টাকা না দিলে সংসার করবে না। তালাক দিয়ে আরো বেশি যৌতুক নিয়ে বিয়ে করবে। বর্তমানে তিন মাসের অন্ত:সত্ত্বা রিক্তা মানবেতর দিনযাপন করছেন। তাই ন্যায় বিচার পেতে আদালতের শরনাপন্ন হয়েছেন।