3:45 pm , July 25, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের দক্ষিণ আলেকান্দার কাজীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়ে ও খালা-মামিসহ চারজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে একদল বখাটে সন্ত্রাসী। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগ নামে একজনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার শিকার শ্রাবণী আক্তার জানান, ২৪ জুলাই বিকেলে আমার ছোট ভাই নিয়াজ (১২) এর সাথে সাইকেল চালানোর বিষয় নিয়ে প্রতিবেশী মারজানের ভাই আদনান ( ১২) এর সাথে ঝগড়া হয়। তখন পারভেজ মুন্সির ছেলে মারজান মুন্সি এসে আমার ভাইকে মারধর করে। আমার মা এ নিয়ে মারজানের কাছে ভাইকে মারধর করার কারন জানতে চাইলে সে আমার মায়ের উপর ক্ষিপ্ত হয় এবং মায়ের উপর হামলা চালায় ও তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে আমার মামি ও খালা ছুটে আসেন। আমার মামি অন্তঃসত্ত্বা ছিলেন। মারজান ও তার বাবা পারভেজ, সাজিন মুন্সি, সোহাগসহ অজ্ঞাতনামা ৪/৫ জন এসে পূর্ব পরিকল্পিতভাবে আমার মামি লাইজু বেগম (৩৪),ও খালা আমিনা বেগমকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এই সময় পারভেজ মুন্সির হাতে থাকা বটি দিয়া হত্যার উদ্দেশ্যে লাইজু বেগমের মাথার ডান পাশে কোপ দেয়।
তারা আমার মা ফাতেমা বেগম এর বাম হাতের কব্জির উপরিভাগে কোপ মেরে রক্তাক্ত জখম করে। আমি ছুটে এসে তাদের সরাতে চাইলে তারা আমারও শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানান শ্রাবণী আক্তার। তিনি আরো বলেন, আসামীরা আমাদের বসতঘরে অনাধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর সহ আনুমানিক প্রায় লক্ষ টাকার ক্ষতি করেছে। আমার খালা আমিনা বেগম (৩৫) এর স্বামী মোঃ লিটু খন্দকার এর মাথার তালুর উপরে কোপ মেরে গুরুতর জখম করে। মা ফাতেমা বেগমের বাম হাতের কনুর উপরিভাগ সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে মারাত্মক জখম করেছে।
বাদী শ্রাবণী আক্তার জানান, ওই সময় তারা রামদা নিয়ে ঘরের ভিতর প্রবেশের চেষ্টা করলে আমরা ভয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশের সাহায্য চাই। তৎক্ষনাৎ পুলিশ এসে ঘটনাস্থল থেকে সোহাগ নামে একজনকে আটক করে। আমাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আসামীরা হলেন : মারজান মুন্সি (২৫), পারভেজ মুন্সি (৫০), মোঃ সাজিন মুন্সি (২২), মোসাম্মৎ রুনি (৪০), সোহাগ (৪০)। এরা সবাই নগরের দক্ষিন আলেকান্দা কাজী পাড়া এলাকার বাসীন্দা। মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে কোতয়ালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে।