বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - ajkerparibartan.com
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

3:44 pm , July 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় বরিশালেও গতকাল মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। সপ্তাহটি উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে এসে শেষ হয়।
র‌্যালি শেষে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যান্য বক্তারা বলেন, রিডা মাছ, পাঙ্গাশসহ আরো অনেক মাছ বিলুপ্তির পথে ছিলো। অভয়াশ্রমের ফলে হারিয়ে যাওয়া অনেক প্রজাতির মাছ পুনরায় ফিরে এসেছে। মা ইলিশ উৎপাদনে বিশ্বে আমরা প্রথম স্থান অর্জন করেছি।
আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিন মৎস্যচাষীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন : হিজলার মোঃ নিয়াজ হোসেন, মেহেন্দিগঞ্জের মোঃ আলাউদ্দিন ও বাকেরগঞ্জের মোঃ ইসলাম খান।
বরিশাল মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল আলম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও মৎস্যজীবি সমিতির সভাপতি শাহিন উদ্দিন সেলিম। জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT