3:43 pm , July 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগর ভবনের ঠিক বিপরীতে কয়েকশ গজ দূরে অবস্থান টিএন্ডটি কলোনীর। এই কলোনীর অভ্যন্তরে টিএন্ডটি অফিস এবং অফিসটিতে কর্মরত অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করে। কিন্তু কলোনীতে প্রবেশ করলে মনে হবে নগরীর অভ্যন্তরের কোন স্থান নয় এটি কোন নির্জন অজোপাড়া। নগরীর প্রান কেন্দ্রে অবস্থিত এই নির্জন স্থানটি এখন ডেঙ্গু আতংকের অন্যতম কারন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ডেঙ্গু আতংক নয় এটি ডেঙ্গু তথা এডিস মশার উৎপত্তিস্থল। সরেজমিনে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা গেছে দিনের বেলায় কলোনীর প্রতিটি ঘরে মশারী টানিয়ে ছোট ও বৃদ্ধরা অবস্থান করছে। কলোনীর বাসিন্দা মোস্তফা বলেন, পরিস্কার না করায় কলোনিটি ঝোপজাড়ে পরিনত হয়েছে। কিছু দিন আগে আমরা কলোনীর বাসিন্দারা টাকা দিয়ে জঞ্জাল পরিস্কার করেছি। এখন আবার সেসব জঞ্জাল ও পরগাছা বড় হয়েছে। এছাড়া কলোনীর একাধিক জায়গায় দিনের পর দিন বৃষ্টির পানি জমে থাকে। ফলে পুরো কলোনীটি মশার কারখানায় পরিনত হয়েছে। তিনি আরো বলেন, এসব জঞ্জাল পরিস্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব টিএন্ডটি কর্র্তৃপক্ষের থাকলেও তারা সে কাজটি করছেন না। আরো একাধিক বাসিন্দা বলেন, ডেঙ্গুর এই মহামারির সময়ে আমরা কলোনীর অন্তত ২০টি পরিবারের শতাধিক মানুষ ডেঙ্গু আতংকে আছি। বিশেষ করে পরিবারের ছোট ও বৃদ্ধদের নিয়ে খুব আতংক ও টেনশনে দিন পার করছি। এ বিষয়ে টিএন্ডটি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।