4:09 pm , July 24, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ডেঙ্গু রোগী আরও বেড়েছে। সর্বশেষ সোমবারের রিপোর্ট অনুযায়ী, গত রবিবার চিকিৎসাধীন ছিল রেকর্ড সংখ্যক ২১৬ জন ডেঙ্গু রোগী। এর আগে গত শনিবার চিকিৎসাধীন ছিল দ্বিতীয় সর্বোচ্চ ২০৫ জন রোগী, শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিল ১৫৫ জন ডেঙ্গু রোগী।শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।এদিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগী এবং তাদের স্বজনদের ভিড়ে সুষ্ঠু চিকিৎসার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য প্রাপ্য সুবিধা-অসুবিধা নিয়ে রোগীদের অভাব-অভিযোগের শেষ নেই।ওয়ার্ডগুলো নামমাত্র পরিষ্কার করায় নোংরায় ভরা। মশা-মাছি এবং দুর্গন্ধে টেকা দায়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় জটিল রোগীদের ঢাকায় প্রেরণ করছেন চিকিৎসকরা।এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা চলছে। তাদের জন্য জায়গা বাড়ানো হয়েছে। রোগীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।