4:08 pm , July 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ অপহরন ও ধর্ষন মামলার যাবজ্জীবন দ-িত পলাতক আসামী আদালতে আত্মসমর্পন করেছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালে আসামী আত্মসমর্পন করে। আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন।
ওই আসামী হলো বাবুল মাতুব্বর ওরফে জসিম মাতুব্বর। সে ভোলার চরমনশা এলাকার নুরু মাতুব্বরের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, অপহরনের অভিযোগে ১৪ বছর সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড এবং ধর্ষনের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দ-িত আসামী ছিলেন জসিম। মামলার রায় ঘোষনার পূর্ব থেকে সে পলাতক ছিলো। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে । বিচারক না মঞ্জুর করে জেলে পাঠিয়েছেন।
ওই মামলা করেছিলেন মেহেন্দিগঞ্জের বাসিন্দা বাছেদ ভুইয়া। তার কন্যাকে অপহরন ও ধর্ষনের অভিযোগে ওই মামলা করেন তিনি।