4:06 pm , July 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ এক দফা এক দাবী বাস্তবায়নের লক্ষে ২৭ জুলাই ঢাকার বিএনপির সমাবেশে সফল করতে মহানগর বিএনপি ও সদস্য এবং নগরীর ত্রিশটি ওয়ার্ড নেতৃবৃন্দদের সাথে পৃথকভাবে দুটি প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটি। গতকাল সোমবার রাতে মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের দিক নির্দেশনায় প্রস্তুতি সভায় ঢাকার সমাবেশে স্বতঃফূর্তভাবে অংশ গ্রহন বিষয়ে বক্তব্য রাখেন নগরীর বিভিন্ন ওয়ার্ড আহবায়ক সদস্য সচিব গণ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন, মহানগর সদস্য আরাফাত ইয়াসিন মিন্টু,মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এসময় আহবায়ক ফারুক ও সদস্য সচিব মীর জাহিদ ওয়ার্ড নেতৃবৃন্দকে বলেন, এখন আর আমাদের পিছনে ফিরে তাকার কোন সুযোগ নেই। আমাদের দল সহ বিভিন্ন সমমনা সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে শান্তিপূর্ণ ভোটের অধিকার আদায়ের জন্য সবাই এখন রাজপথে নেমে এসেছে।
তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় বিএনপির সমাবেশ সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপি অংশ গ্রহন করে আগামী দিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন করার জন্য আমাদের সকলকে আন্দোলনের প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহবান জানান। এর পূর্বে মহানগর বিএনপি আহবায়ক কমিটির সকল সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এক প্রস্তুতি সভা করে আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।