4:04 pm , July 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকায় বোনের বাসায় বেড়াতে যেয়ে ট্রেনে কাটা পরে নিহত হয়েছে বরিশালের রুম্মান। ২৪/২৫ বয়সের টগবগে তরুণ রুম্মান বরিশালের ব্রাউন কম্পাউন্ডের বাসিন্দা। তার বাবা মৃত আব্দুল করিম। তাকে প্রায়শই জিলা স্কুল মসজিদে দেখা যেত। ভদ্র ও বিনয়ী বলে আশেপাশে পরিচিত ছিল। গত ২৩ জুলাই রাতে ঢাকার কারওয়ান বাজার রেললাইন ধরে পথ চলার সময় ট্রেনে কাটা পরে নিহত হন রুম্মান।
২৪ জুলাই দুপুরে ব্রাউন কম্পাউন্ড মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মুসলিম কবরস্থানে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে।