নগরীতে সাংবাদিককে কুপিয়ে জখম নগরীতে সাংবাদিককে কুপিয়ে জখম - ajkerparibartan.com
নগরীতে সাংবাদিককে কুপিয়ে জখম

4:02 pm , July 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দিনগত গভীর রাতে নগরীর রুপাতলী উকিলবাড়ী সড়কে এ ঘটনা ঘটেছে। আহত সাংবাদিক এমআর শুভ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুভ স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক। সে উকিলবাড়ী সড়কের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে।
আহত শুভ জানিয়েছে, পত্রিকার কাজ শেষে রাত ২টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রুপাতলী নেমে হেটে উকিলবাড়ী সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন। সড়কের সুমনের চায়ের দোকানে পৌছুলে দুই জন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুবৃর্ত্তরা জামার কলা ধরে ধাক্কা দেয়। তখন নিজের পরিচয় দিলে মোবাইল ফোন চায়। ফোনসেট না দিয়ে দৌড় দেন তিনি। তখন দুর্বৃত্তরা রামদা দিয়ে কোপ দিয়েছে।
শুভ জানান, তিনি ওই অবস্থায় চিৎকার দিলে একজন লোক বেরিয়ে তার ক্ষতস্থান বেধে দেয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
সকাল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল হক ও কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন তাকে দেখতে গিয়েছিলেন।
কোতয়ালী মডেল এসআই মাইনুল ইসলাম জানিয়েছে, আশে-পাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। তাতে দুর্বৃত্তদের দেখা যায়নি। শুধুমাত্র শুভ দেখা গিয়েছে। কিন্তু ঘটনাস্থলের আশে-পাশে সিসি ক্যামেরা ছিল না। তাই ক্লু পাওয়া যায়নি।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন ঘটনার তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের চিহিৃত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT