4:01 pm , July 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর ভুল অস্ত্রপচারের অভিযোগ পাওয়া গেছে। গত ২২ জুলাই হাসপাতালের অস্ত্রপচার করা হয়েছে বলে শিশুর মা ও বাবা জানিয়েছেন।ওই শিশু হলো নগরীর লুৎফর রহমান সড়কের বাসিন্দা মো. শাহজালালের ছেলে মো. রায়হান (৬)। শাহজালাল ও তার মা সুমি আক্তার জানান, জন্মের সময় রায়হানের ঘাড়ে আঘাত পেয়েছে। এতে ঘাড়ের বাম পাশের একটি রগের নিচে মাংস বৃদ্ধি পেয়েছে। তাই রায়হান একটু ঘাড় বাকা করে হাটে। এ কারনে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক রায়হানকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত ১৬ জুলাই বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক তোহিদুল ইসলাম ঘাড়ের অস্ত্রপচারের জন্য বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা দেয়। বেসরকারী ডায়গনষ্টিক সেন্টারে পরীক্ষা সম্পন্ন করা হয়। গত ২২ জুলাই হাসপাতালে ওটিতে নিয়ে যায়।
অস্ত্রপচার শেষে তাকে পোষ্ট অপারেটিভ বিভাগে নেয়ার পর ঘাড়ে নয়, তলপেটে কাটা দাগ দেখতে পান। তখন চিকিৎসকরা জানান তার হার্নিয়া অস্ত্রপচার করা হয়েছে। সুমি বেগম বলেন, হার্নিয়ার বিষয়ে কোন কথাই হয়নি। আর তারা আমাদের না জানিয়ে তলপেটে অপারেশন করে ফেললো। এ বিষয়টি জানতে চাইলে চিকিৎসকরা নিজেদের ভূলের কথা স্বীকার করেন জানিয়ে সুমি বেগম বলেন, হঠাৎ করেই আজ (সোমবার) আমার অসুস্থ ছেলের নাম কেটে দিয়েছে।
সুমি বলেন, ছেলের যে সমস্যা তা না করে অন্য অপারেশন করেছে। এতে তাদের অর্থ অপচয় হয়েছে। অন্য ক্ষতির আশংকা করছেন তারা।
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে প্রাইভেট চিকিৎসকের কাছে শরনাপন্ন হয়েছে।
প্রাইভেট প্রাকটিশনার ডা. দেলোয়ার হোসেন জানান, শিশুর হার্নিয়া অস্ত্রপচার হয়েছে। আমি কিছু ঔষধ দিয়েছি। কি অস্ত্রপচারের কথা বলে করা হয়েছে সেই বিষয়টি আমি জানি না।
রায়হানের বাবা শাহজালাল জানান, প্রয়োজন ছাড়া তলপেটে কি অপারেশন করলো, তা তো আর আমরা বুঝবো না, তবে আমার ছেলের যে সর্বনাশ হইছে তা বুঝতাছি। আমার ছেলের কিডনি কিংবা অন্য কিছু নিয়ে গেছে কিনা তাও তো জানতে পারবো না। খুব আতঙ্কে আছি, যারা আমার ছেলের সাথে এমনটা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। আর আমার সন্তানের ভবিষ্যতে যে ক্ষতি হবে না তার নিশ্চয়তা দেয়া হোক।
ছেলের কিছু হলে কি করতে পারবো জানিনা, তবে অন্য ডাক্তারসহ হাসপাতালের যাদেরই জিজ্ঞাসা করছি তারা বলছে, অভিভাবকদের অনুমতি ছাড়া কোনকিছুই করতে পারে না ডাক্তাররা, তাহলে ঘাড়ের অপারেশনের কথা বলে না জিজ্ঞাসা করে তলপেটে অপারেশন করলো কিভাবে।
অভিযোগের বিষয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, একটি অস্ত্রপচারের কথা বলে আরেকটি কিভাবে করবে। এটা কাগজপত্র না দেখলে বুঝবো না। সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলার পরামর্শ দিয়ে বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখবো।
এ বিষয়ে শিশু সার্জারী বিভাগের প্রধান ডা. তৌহিদুল ইসলাম জানান, শিশুর দুইটি সমস্যা। ওটিতে নেয়ার পর যখন তাকে অজ্ঞান করা হয় তখন হার্নিয়ার সমস্যা প্রকট দেখা দেয়। তখন সার্জন পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে হার্নিয়া অস্ত্রপচার করেছে। সার্জন পরিবারের সাথে ঠিকমতো কাউন্সিলিং করতে পারেনি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।