ঝগড়া করে নিজ ঘর আগুন দিয়ে পুড়িয়েছে গৃহবধূ ঝগড়া করে নিজ ঘর আগুন দিয়ে পুড়িয়েছে গৃহবধূ - ajkerparibartan.com
ঝগড়া করে নিজ ঘর আগুন দিয়ে পুড়িয়েছে গৃহবধূ

4:00 pm , July 24, 2023

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইলিশা গ্রামে ঝগড়া করে নিজ ঘরে অগ্নিসংযোগ করেছে গৃহবধূ। রোববার এ ঘটনায় ঘরের সকল মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের আবুল কাসেমের স্ত্রী রহিমা বেগমের সাথে ভাইয়ের স্ত্রী ও কন্যার ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রহিমা ঘরে অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন দেয়ায় অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়রা রহিমাকে আটক করেছিলো। পরে তাকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনা পারিবারিকভাবে সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT