3:59 pm , July 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর কাশিপুর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে সুধিজন এবং সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন প্রকল্পের উপ-পরিচালক এসএম আজাহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন ও জেলা কার্যালয়ের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।
সভায় জেলায় মৎস্য চাষের অগ্রগতি ও সাফল্য এবং সরকারের নানা কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া আজ মঙ্গলবার শুরু হতে যাওয়া মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয় সভায়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ চত্বর থেকে মৎস্য সপ্তাহের র্যালি এবং একই স্থানে আলাচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।