লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

3:58 pm , July 24, 2023

লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. ওমর ফারুক নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিফিউজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ওমর ফারুক ওই এলাকার মো. শাহে আলমের ছেলে।
জানা যায়, দুপুরে উঠানে খেলছিল শিশু ওমর ফারুক। এ সময় ঘরে রান্না করছিলেন ওই শিশুর মা ইয়ানুর বেগম। এর কিছু সময় পর ওমরের কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। এক পর্যায়ে ঘরের সামনের পুকুরে শিশু ওমর ফারুককে ভাসতে দেখেন তার মা। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক শিশু ওমর ফারুকের শারীরিক অবস্থা পর্যক্ষেণ করে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT