রাজাপুরের খুশবুর আর এসএসসি পরীক্ষার ফলাফল জানা হলো না রাজাপুরের খুশবুর আর এসএসসি পরীক্ষার ফলাফল জানা হলো না - ajkerparibartan.com
রাজাপুরের খুশবুর আর এসএসসি পরীক্ষার ফলাফল জানা হলো না

3:51 pm , July 23, 2023

রাজাপুর প্রতিবেদক ॥ রাজপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে খুশবু আক্তার (১৭)। আগামী ২৮ জুলাই ফলাফল ঘোষণার কথা ছিল। কিন্তু খুশবুর আর ফলাফল জানা হলো না। গতকাল শনিবার সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস উল্টে পুকুরে পরে নিহত হন খুশবু ও তাঁর মা খাদিজা বেগম (৪৩)। খুশবু আক্তার রাজাপুর উপজেলার নিজামিয?া গ্রামের মৃত নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে। মা ও বোনকে হারিয়ে মো. রহমাতুল্লাহ (৩৫) এখন পাগলপ্রায়। রোববার দুপুরে খুশবুদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় চলছে শোকের মাতম। মা-বোনকে হারিয়ে রহমাতুল্লাহ কেঁদেই যাচ্ছেন। ঘরের পাশেই দেওয়া হয়েছে খাদিজা ও খুশবুকে কবর। রহমাতুল্লাহ জানান, তাঁর বাবা নজরুল ইসলাম দুই বছর আগে মারা যান। তাঁরা তিন বোন ও এক ভাই। অপর দুই বোনের বিয়ে হয়ে গেছে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর মা ও বোন বাড়িতেই থাকত। গতকাল তাঁর মাকে চিকিৎসক দেখানোর জন্য মাকে নিয়ে খুশবু বরিশালের রওনা হয়। আর তিনি (রহমাতুল্লাহ) আগেই সেখানে চলে যান বরিশাল। পরে তাঁর তিনি বাস দুর্ঘটনায় মা ও বোনের মৃত্যুর সংবাদ শুনে চলে আসেন। রহমাতুল্লাহ বলেন, ‘২৮ জুলাই এসএসসির ফলাফল ঘোষণার কথা রয়েছে। কিন্তু আমার বোন ফলাফল জেনে গেল না। বাস ছাড়ার ১০ মিনিট আগেও তাঁদের সঙ্গে কথা বলেছি। এখন তাঁরা পৃথিবীতে নেই। এটা ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। খুশবুর চাচা মোস্তাফিজুর রহমান বলেন, মা-বোনকে হারিয়ে ভাতিজা রহমাতুল্লাহ একা হয়ে গেল। এ শোক রহমাতুল্লাহ কীভাবে সামলাবে?। ওই এলাকাজুড়েই চলছে শোকের মাতম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT