3:51 pm , July 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় প্রতিদিন অতীতের রেকর্ড ভাঙছে। রোববার সকালের আগে ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ২৮৫ জন। রোববার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৮৯ জন রোগী ভর্তি আছেন। এর আগে শনিবার ২৭৮, শুক্রবার ৮৭, বৃহস্পতিবার ২৪০ ও বুধবার ১৮৫ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ জন। বর্তমানে শেবাচিমে ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর বাইরেও বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৭ জন, ভোলায় ৩৩ জন, পিরোজপুরে ৫০, বরগুনায় ১৭ ও ঝালকাঠিতে ১৩ জন গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন। পহেলা জানুয়ারি থেকে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ১৫৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৪৬৫ জন। এছাড়া তিনজন ডেঙ্গু রোগী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সরকারি সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। সেই আঙ্গিকে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি।