সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ যাত্রী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ যাত্রী - ajkerparibartan.com
সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ যাত্রী

3:50 pm , July 23, 2023

২ দিনেও মামলা হয়নি
রাজাপুর প্রতিবেদক ॥ ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে ডুবে যাত্রিবাহী বাসের ১৭ যাত্রী নিহতের ঘটনায় ২ দিনেও কোন মামলা হয়নি। তবে দুর্ঘটনার কারন অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ বা মামলা করা হয়নি। কেউ মামলা দিলে তা রেকর্ড করা হবে। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে বলে জানান ওসি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঝালকাঠি জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মামুন শিবলী জানান, কমিটি তদন্ত কাজ শুরু করেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রীদের সাথে কথা বলা হয়েছে। গাড়ির ফিটনেসসহ কাগজ সঠিক ছিল কিনা বা কি কারনে দুঘটনা ঘটেছে, তা তদন্ত সম্পন্ন না হলে বলা যাচ্ছে না। এছাড়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে রাজাপুরের পুটিয়াখালী গ্রামের আব্দুল জলিল (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৪৫) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল জলিল জানান, তিনি ড্রাইভারের পিছনের সারির সিটের সাথে দাঁড়ানো ছিল। তিনি চালককে বার বার পিছন ফিরে কথা বলতে দেখেছেন। চালকের পিছনের সিটে যাত্রীর স্ত্রী মিনারা বেগম বসা ছিলেন। ঘটনার পর সে চালককে জানালা ভেঙ্গে বের হতে দেখেছেন এবং সাথে সাথে যাত্রী জলিলের স্ত্রী মিনারা বেগম চালককে অনুসরন করে বেরিয়ে আসতে পেরেছেন। তবে জলিলকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছ। সে ডুবন্ত অবস্থায় বাসের সাথে নাক জাগিয়ে শ^াস নিচ্ছিল।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সাথে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সাথে একাধিকবার কথা বলা হয়েছে তারা কেউই মামলা করতে আগ্রহী না থাকায় এখন পর্যন্ত কোন মামলা রুজু হয়নি। আমরা আরও অপেক্ষা করবো। এরমধ্যে কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT